• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানের ৫ জেলে আটক, জাল ও মাছ জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ  মা ইলিশ রক্ষা অভিযানের ৪র্থ দিনে ভেদরগঞ্জে ৫ জেলে আটক,৫ নৌকা.২০ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর রবিবার বিকাল থেকে ১০ অক্টোবর সোমবার ভোররাত  পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ ও আনসার।
অভিযানে নেতৃত্বদেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার(ভুমি) ইমামুল হাফিজ নাদিম,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম,সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার সহ পুলিশ আনসার, মৎস্য বিভাগের কর্মচারী ও লীফগন।

আটককৃতদের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ভ্রম্যমান আদালত আটককৃত ৫ জন জেলেকে ২৮ দিন করে কারাদ- প্রদান করে জেলে পাঠিয়েছে। জব্দ করা ৫টি নৌকা নিলাম দেয়ার পদক্ষেপ নেয়া হবে। ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।  ১৫ কেজি মতো জব্দ করা ইলিশ মাছ ইয়াতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।