• বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে ৩৩ আটক ১০ ট্রলার জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃমা ইলিশ রক্ষা অভিযানের ৫ম দিনে সোমবার ১০ অক্টোবর  সন্ধা থেকে ১১ অক্টোবর  মঙ্গলবার ভোর ৪ টা পর্যন্ত জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ ভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩৩ জেলেকে আটক করছে। এসময় প্রশাসন ১০টি ট্রলার ও বিপুল পরিমান জাল জব্দ করতে সক্ষম হয়।

 আটককৃত জেলেদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান সোহের এর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার ও উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন, উপস্থিত ছিলেন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি কর্মকর্তা জহিরুল হক।

 জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বলেন, সারারাত মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে জাজিরা উপজেলায় ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে এবং জব্দ করা হয়েছে ১০ টি ট্রলার।  মা ইলিশের ডিম পারার সময়ে সত্যিকারের জেলেরা মাছ ধরেন না,প্রকৃত জেলেরা নদী এবং নদীর মাছকে আগলে রাখতে চান কিন্তু কিছু সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভাড়া করে এনে নদীতে সিন্ডিকেট গড়ে তোলেন। গতরাতে আমরা ৩৩ জেলেকে আটক করতে সক্ষম হই। তাদের বিভিন্ন মেয়াদে কারা