• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২  

 শরীয়তপুর প্রতিনিধিঃ" ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা " মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে  শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে, জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে  প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের লক্ষ্যে জাজিরার জনগনকে  আগ্রহী করে তুলতে  সমন্বিত কৃষি পরিকল্পনা প্রণয়নে কৃষক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫অক্টোবর বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ( ডিএই)  কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার,  জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুবোধ কুমার দাস , জেলা মৎস্য অফিসার প্রণব কুমার কর্মকার,  জাজিরা পৌর  মেয়র মোঃ ইদ্রিস মাদবর,  জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসুল,  জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জব্বার আকন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান,  উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার,   অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রাণী বিশ্বাস,  উপজেলা সহকারী শিক্ষা অফিসারগনসহ  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, পৌরসভা কাউন্সিলর,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধি, কৃষক কৃষাণী সহ অন্যান্য সুধীবৃন্দ।

সভায় অনাবাসী পতিত জমি ব্যবহারের কৌশল নিয়ে পাওয়ার পয়েন্টর মাধ্যমে কি নোট উপস্থাপন করেন উপজেলা  কৃষি অফিসার মোঃ জামাল হোসেন। কর্মশালায় কি নোট উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ কারীরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে তাদের মতামত তুলে ধরেন ।  অংশগ্রহণ কারী সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কে সাধুবাদ জনান এবং নিজ নিজ অবস্থান থেকে এক যোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।।

 কর্মশালার প্রধান অতিথি জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান, একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পতিত জমি কিভাবে চাষের আওতায় আনা যায় সে ব্যাপারে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন বিশ্ব পরিবর্তিত পরিস্থিতির কারনে আমাদে নিজেদের খাদ্র নিজেদেরই উৎপাদন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষটিকে অধিক গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ প্রাদানের পাশা পাশি কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।