• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, গণতন্ত্রের বিকাশ ও সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামীলীগ প্রধান জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা গনতন্ত্রের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অবিস্মরনিয় অবদান রেখে যাচ্ছেন।  তিনি অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নত করেছেন। আমরা শেখ হাসিনার বদৌলতে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উপনিত হবার স্বপ্ন করছি।

তিনি  রবিবার(১৬ অক্টোবর )  জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের মাঝে টেউটিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন।

এমপি ইকবাল হোসেন অপু বলেন, বিএনপির রাজনীতি মানেই সাম্প্রদায়িক ও ধবংশের রাজনীতি। দেশের জনগণ এটা ভালো করেই জানে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু হয়েছে। তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না।অনুষ্ঠানে প্রতি পরিবারের জন্য ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।