• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ১৪ জেলে আটক,৩০লক্ষ মিটার জাল,৩ নৌকা ও মা ইলিশ জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষা অভিযানের ১০ম দিনে  শনিবার ১৫ অক্টোবর  সন্ধা থেকে ১৬ অক্টোবর   রবিবার ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে ভেদরগঞ্জ  উপজেলা প্রশাসন।

এ সময় ৩০লক্ষ মিটারর কারেন্ট জাল,৩ টি নৌকা,৩৬০ কেজি মা ইলিশ জব্দ করতে সক্ষম হয়। আটক ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদ কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্বদেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি  মোঃ ইমামুল হাফিজ নাদিম,সিনিয়র ভেদরগঞ্জ উপজেলা আফিসার মোঃ নজরুল ইসলাম, কোস্ট গার্ড কমান্ডার ফকরুল

ইসলাম, যশোহর থেকে আসা সহকারি মৎস্য অফিসার জয়নুর ইসলাম।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন,আমরা পালা করে সারারাত সারা দিন মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে  ভেদরগঞ্জ  উপজেলার পদ্মা ও মেঘনা নদী থেকে ১৪ জনকে আটক করি। পরে তাদের বিরুদ্ধ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন,মা ইলিশের ডিম পারার সময়ে সত্যিকারের জেলেরা মাছ ধরেন না,প্রকৃত জেলেরা নদী এবং নদীর মাছকে আগলে রাখতে চান কিন্তু কিছু সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভাড়া করে এনে নদীতে সিন্ডিকেট গড়ে তোলেন। স্থানীয় জেলে এবং অসচেতন নাগরিকগণ এই সময়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মাছ শিকার করে।আমরা এব্যাপারে মাছ ধরাবন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি।আমরা এই ধরনের অসাধু চক্রের উপদ্রব বন্ধ করতে বদ্ধপরিকর।