• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অভিযানে ১১ তম দিনে ভেদরগঞ্জে ৯ জেলে আটক, জাল ও ২ নৌকা জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

॥ শরীয়তপুর প্রতিনিধি ॥ মা ইলিশ রক্ষা অভিযানের ১১তম দিনে রবিবার ১৬ অক্টোবর সন্ধ্যা থেকে ১৭ অক্টোবর সোমবার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় ৬০ হাজার মিটারর কারেন্ট জাল, ২ টি নৌকা, ৪৫ কেজি মা ইলিশ জব্দ করে। আটক ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্বদেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইমামুল হাফিজ নাদিম, সিনিয়র ভেদরগঞ্জ উপজেলা মৎস্য আফিসার মো: নজরুল ইসলাম, কোস্ট গার্ড কমান্ডার ফকরুল ইসলাম, যশোহর থেকে আশা সহকারি মৎস্য অফিসার জয়নুর ইসলাম।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা পালা করে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে যাচ্ছি। তার পরেও ফাঁক ফোকড় দিয়ে জেলের আবরনে দুষ্টপ্রকৃতির লোকজন মা ইলিশ শিকার করছে। মৌশুমি ইলিশ রাক্ষসদের প্রতিহত করার অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলার পদ্মা ও মেঘনা নদী থেকে আজকের অভিযানে ৬ জনকে আটক করি। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।