• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ "বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন,  খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ " এই প্রতিপাদ্য নিয়ে জাজিরাতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।  ১৯ অক্টোবর বুধবার  দুপুরে মাসব্যাপি এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। এ উপলক্ষে জাজিরা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ।
সভায় ইঁদুর নিধন অভিযান নিয়ে কি নোট উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।  ইদুর নিধন কলাকৌশল এবং ক্ষয়ক্ষতি নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা।

 সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন,  বাংলাদেশ আওয়ামী লীগ জাজিরা উপজেলা শাখার সভাপতি জিএম নুরুল হক,  বাংলাদেশ আওয়ামী লীগ জাজিরা উপজেলার সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার,   কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুদ্দৌলা,  উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান,  উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল  আমিন,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান,  জাজিরা সরকারি মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ কেরামত আলী মোল্লা,  বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, শিক্ষক  বৃন্দ,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন,  সহ কৃষক কৃষাণী গম উপস্থিত ছিলেন।  সভায় বক্তরা ক্ষতিকর ইদুর এর হাত থেকে ফসল রক্ষায় এক যোগে কাজ করার আহবান জানান।  আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে ইঁদুর মারার ফাদ বিতরণ করা হয়।  এই অভিযান চলবে নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত।