• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

জাজিরায় মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ "বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন,  খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ " এই প্রতিপাদ্য নিয়ে জাজিরাতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।  ১৯ অক্টোবর বুধবার  দুপুরে মাসব্যাপি এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। এ উপলক্ষে জাজিরা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ।
সভায় ইঁদুর নিধন অভিযান নিয়ে কি নোট উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।  ইদুর নিধন কলাকৌশল এবং ক্ষয়ক্ষতি নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা।

 সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন,  বাংলাদেশ আওয়ামী লীগ জাজিরা উপজেলা শাখার সভাপতি জিএম নুরুল হক,  বাংলাদেশ আওয়ামী লীগ জাজিরা উপজেলার সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার,   কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুদ্দৌলা,  উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান,  উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল  আমিন,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান,  জাজিরা সরকারি মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ কেরামত আলী মোল্লা,  বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, শিক্ষক  বৃন্দ,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন,  সহ কৃষক কৃষাণী গম উপস্থিত ছিলেন।  সভায় বক্তরা ক্ষতিকর ইদুর এর হাত থেকে ফসল রক্ষায় এক যোগে কাজ করার আহবান জানান।  আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে ইঁদুর মারার ফাদ বিতরণ করা হয়।  এই অভিযান চলবে নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত।