• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  


শরীয়তপুর প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাব থেকে জানমালের ক্ষয়ক্ষতি রোধে করনীয় বিষয় নিয়ে প্রস্তুতি সভা করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার ২৪ অক্টোবর  বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত  ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, প্রাণী সম্পদ হিসেবে ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ নাজমুল হোসেন ও উপজেলা ফায়ার সার্ভিসের কমান্ডার।

সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, বিপদে ধৈর্য  ধারণ করে সাহসের সাথে মোকাবেলা  করলে জানমালে ক্ষয়ক্ষতি কম হয়।  সিত্রাং এর প্রভাব মোকাবেলায় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।  প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র,যানবাহন। যে কোন সাহায্যের জন্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ কমিটির ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সভা উপজেলার সকল ঘাটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্তিকপুর ব্রিজের নিচে বসবাসকারী বেদে সম্প্রদায়ের লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইউনিয়ন ভিত্তিক মনিটরিং করার জন্য ট্যগ  অফিসার নিয়োগ করা হয়েছে। অতএব সকল উপজেলা বাসীকে
 সচেতন থাকতে ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।