• বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৬ জনকে অর্থদন্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি ঃ  সোমবার (৩১ অক্টোবর) রাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, মার্কেট বন্ধের নির্দেশনা অমান্য করার অপরাধের  ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিনা অনুমোতিতে মঞ্চ স্থাপন করে উচ্চ শব্দের সাউন্ডবক্স ও আলোক সজ্জা ব্যবহার করার জন্য একটি কিশোর গ্রুপের মালামাল জব্দ করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজি আবদুর মান্নান হাওলাদারসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যগন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ওষুধ ফার্মেসি ব্যতীত রাত ৮টার পরে  সকল দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে। যারা এ নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারই অংশ হিসেবে আজ রাতে আমরা  ভেদরগঞ্জ উপজেলার হাসপাতাল মার্কেট ও একই উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর বাজারে অভিযান পরিচালনা করে ৬ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।