• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিনামূল্যে সার-বীজ পেল ২ হাজার কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া চলতি রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ২ হাজার ৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পৌরসভা এবং  ১৪টি ইউনিয়নের কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান।

ডিসি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রতিইঞ্চি জায়গা ব্যবহারের লক্ষ্যে নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির জন্য কৃষকদের মাছে সার ও বীজ বিতরণ করা হলো।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, উপজেলার ২ হাজার ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নয়টি ফসলের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ,
আট কেজি খেসারির বীজ, এক কেজি পেঁয়াজের বীজ, পাঁচ কেজি মসুরের বীজসহ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। এছাড়া ৫০ ভাগ ভর্তুকির আওতায় সাতটি সিডার সংযুক্ত টিলার, তিনটি মাড়াই যন্ত্র ও তিনটি সিডার সংযুক্ত পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।