• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর  পালিত হয়েছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ জোহর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলার  বিভিন্ন মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রাত ১২ টা ০১ মিনিটে  মোমবাতি প্রজ্জলন,সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন  ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ।

বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস - শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায়  বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন,মুক্তিযুদ্ধের  যুদ্ধকালীন  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী,ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা  সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান,একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নাজমুল হোসেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন,  স্বাধীনতার পূর্বক্ষনে নিজেদের পরাজয় নিশ্চিত  জেনে আমাদের দেশে সূর্য  সন্তানের  নির্বিচারে  হত্যা করে। আমাদের জাতিকে মেধা  শুন্য করে  দেয়। আজ আমরা আমাদের সেই সূর্য সন্তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। সেই সাথে শপথ করছি,জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মানে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের দিশারী  হবে।