• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

জাজিরায় পতিত জমি চাষাবাদ কার্যক্রম উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

" ১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না " মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে জেলা  প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে  দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জাজিরার চরাঞ্চলে পতিত জমি ব্যবহারের লক্ষ্যে  ফসল চাষা আবাদের  শুভ উদ্বোধন  করা হয়েছে।  ৫ ডিসেম্বর রবিবার  উপজেলার  পূর্বনাওডোবা ইউনিয়নের পাইন পাড়া এলাকায় পদ্মানদীর বুকে জেগে উঠা চরে ভূট্টা, চিনাবাদাম, ও মিষ্টি কুমড়োর বীজ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

আবাদ কার্যক্রম  উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, এ সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নজরুল ইসলাম,  পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ খান,  উপসহকারী  কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, বিনয় সরকার,  দিবাকর বিশ্বাস,উপসহকারী ভূমি কর্মকর্তা, গন মাধ্যমের সাংবাদিক গন,  স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজ্জাক মাঝি,  সহ অন্যান্য কৃষক কৃষাণী গন। রোপণ কার্যক্রম উদ্বোধন  শেষে উপস্থিত সমবেত সমাবেশে  উদ্যোগক্তাগন জানান এই কার্যক্রম গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়ন হবে এবং জাজিরা উপজেলার প্রায় ১০০ একর পতিত জমি চাষের আওতায় আনার লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ এর পাশাপাশি কৃষকদের কে উদ্বুদ্ধকরার কাজ কৃষি বিভাগের মাধ্যমে চলমান রয়েছে