• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা বলেছেন, ভেদরগঞ্জ উপজেলার দুই থানা ভেদরগঞ্জ ও সখিপুরের আইন শৃংখলার অবস্থা যথেষ্ট ভালো। তবে আরো ভালো রাখার জন্য আমাদের উপজেলার সড়ক যোগাযোগ কিছুটা নষ্ট  হয়েছে।সেই সাথে আমাদের উপজেলার সামনের সড়কে যানবাহন রাখা বন্ধের ব্যবস্থাসহ সড়ক গুলোর উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তিনি রবিবার (২২ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় সভাপতি বক্তব্যে এ আহবান জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি  ইমামুল হাফিজ নাদিম, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  বাহালুল খান বাহার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মানিক,আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম সরদার,ছয়গাঁও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।
এম হারুন অর রশীদ