• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

সখিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের সখিপুরে ৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ  অতুল ঘোষ  (৪২) না‌মের এক মাদকব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে সখিপুর থানা পুলিশ ।

জানাগেছে, এস আই  মোহাম্মদ হাছান (‌নিঃ) এর নেতৃ‌ত্বে সঙ্গীয় ৫/৭ জন ফোর্স নি‌য়ে অ‌ভিযান চলাকালীন ২৫ জানুয়ারি রাত দেরটায় ওই ব‌্যবসায়ী‌কে ডি এম খালি ইউ‌নিয়‌নের চরচান্দা খাশমহল বাজারের অগ্রনী যুব সংঘের সামনের পাকা রাস্তা থেকে আটক ক‌রে।

আটককৃত অতুল ঘোষ  (৪২) সখিপুর থানার ডি এম খালি ইউ‌নিয়‌নের ৬নং ওয়ার্ড চরচান্দা মৃত গঙ্গাচরন ঘোষ এর পুত্র।

সখিপুর থানা পু‌লিশের এস আই (নিঃ) মোহাম্মদ হাচান জানান, দীর্ঘ দিন ধ‌রে অতুল ঘোষ (৪২ ) এলাকায় মরন নেশা মাদক বিক্রী কর‌ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা মঙ্গলবার দিবাগত রাত দেরটার দি‌কে চরচান্দা খাশমহল বাজার নামক এলাকা থে‌কে তা‌কে হা‌তে না‌তে আটক ক‌রি। এ ঘটনায় তার বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রন আই‌নে মামলা রুজু করা হ‌য়।