• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সখিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের সখিপুরে ৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ  অতুল ঘোষ  (৪২) না‌মের এক মাদকব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে সখিপুর থানা পুলিশ ।

জানাগেছে, এস আই  মোহাম্মদ হাছান (‌নিঃ) এর নেতৃ‌ত্বে সঙ্গীয় ৫/৭ জন ফোর্স নি‌য়ে অ‌ভিযান চলাকালীন ২৫ জানুয়ারি রাত দেরটায় ওই ব‌্যবসায়ী‌কে ডি এম খালি ইউ‌নিয়‌নের চরচান্দা খাশমহল বাজারের অগ্রনী যুব সংঘের সামনের পাকা রাস্তা থেকে আটক ক‌রে।

আটককৃত অতুল ঘোষ  (৪২) সখিপুর থানার ডি এম খালি ইউ‌নিয়‌নের ৬নং ওয়ার্ড চরচান্দা মৃত গঙ্গাচরন ঘোষ এর পুত্র।

সখিপুর থানা পু‌লিশের এস আই (নিঃ) মোহাম্মদ হাচান জানান, দীর্ঘ দিন ধ‌রে অতুল ঘোষ (৪২ ) এলাকায় মরন নেশা মাদক বিক্রী কর‌ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা মঙ্গলবার দিবাগত রাত দেরটার দি‌কে চরচান্দা খাশমহল বাজার নামক এলাকা থে‌কে তা‌কে হা‌তে না‌তে আটক ক‌রি। এ ঘটনায় তার বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রন আই‌নে মামলা রুজু করা হ‌য়।