• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ২৮ টি বীর মুক্তিযোদ্ধা পরিবার পেলো বীর নিবাস

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরা উপজেলার ২৮ টি বীর মুক্তিযোদ্ধা পরিবার পেলো বীর নিবাস। বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।

এদিন সকাল ১০ টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের এই উদ্বোধন ঘোষণা করেন। যার মধ্যে জাজিরা উপজেলার ২৮ টি পরিবারকে দেয়া বীর নিবাস ছিলো।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পিআইও অফিসে কর্মরত উপ সহকারী প্রকৌশলী মো: সোহাগ এবং উপজেলার দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল বিলাসপুরের শফিক কাজীর মোড়ে বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম এর ঘরটির ফিতা কেটে উদ্বোধন করেন।