• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইলিশ সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বাছুর বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ  উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে বিকল্প কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র ৩৫ জন জেলেদের মাঝে ৩৫টি বকনা বাছুর বিতরণ করা হয়।
ইলিশ মাছ আহরণ কারী

উপজেলার ডিএমখালি, সখিপুর, চরভাগা, কাঁচিকাটা,উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, চরসেন্সাস,  আর্শিনগর, চরকুমারিয়া ইউনিয়নের ৩৫জন বাছাই করে জাটকা আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম করা হয়।
রবিবার (৫ মার্চ ) সকালে উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। এসময়  প্রকল্পের জেলা সমন্বয়ক সহকারি মৎস্য

অফিসার মোঃ আব্দুল্লার আল মাহামুদ,আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম সরদারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই,জাটকা ইলিশ রক্ষা মৌশুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন।এ উপকরন যেন সত্তিকারের সঠিক জেলারা পায় তার দিকে  সজাগ দৃষ্টি  রাখার জন্য মৎস্য অফিসারদের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,ইলিশ সম্পাদ রক্ষার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তার সঠিক ব্যবহার করে আপনারা ইলিশ সম্পদ উন্নয়নে ভুমিকা রাখবে। যারা সরকারি বিধান অমান্য করে জাটকা  ধরবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতপদক্ষেপ নিব।