• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

মহিষারে ভিজিডি চাউল বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

 ভেদরগঞ্জের উপকন্ঠ মহিষার  ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৪৬  হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মহিষার ইউনিয়ন   পরিষদ  কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৪৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি  মোঃ অরুন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মামুনুর রশিদ হাসিব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তার সহকারী  মোঃ মোবারক হোসেন,ইউনিয়ন পরিষদ সদস্য দোলন হাওলাদার, রবীন চৌধুরী।

২০২২- ২০২৩ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৪০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে মহিষার ইউনিয়নের চেয়ারম্যানহাজী  মোঃ অরুন হাওলাদার  বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সবার কথা ভাবেন বলেই আপনারা যেমন চাউল পাচ্ছেন, আমাদের বৃদ্ধা মায়েরা বয়স্ক ভাতা পাচ্ছেন,বিধবা মায়েরা বিধবা ভাতা পাচ্ছেন।