• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 শরীয়তপুরের গোসাইরহাটে ২০২২ ২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছ

বুধবার (২৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষ  থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে উপস্থিত ও উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিনের সঞ্চলনায়  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা সহকারী কৃষি অফিসারগন।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান বলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ১শ আউশ ও পাট চাষীদের মধ্যে আউশ ৫ কেজি ও পাট বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষকের কল্যানে কাজ করেছে আওয়ামী লীগ সরকার।