• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

শরীয়তপুরের ভেদরগঞ্জ  উপজেলায়  দেশী প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে বিকল্প কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র ২০ জন জেলেদের মাঝে ২টি করে ৪০টি ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
 

ইলিশ মাছ আহরণকারী ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি, সখিপুর, চরভাগা, কাঁচিকাটা,উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, চরসেন্সাস,  আর্শিনগর, চরকুমারিয়া ইউনিয়নের  থেকে বাছাই করে জাটকা আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম করা হয়।
 

 সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।  উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সালাহ উদ্দিন মাদবর,ডিএসখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন হক আবু, প্রকল্পের জেলা সমন্বয়ক সহকারি মৎস্য অফিসার মোঃ আব্দুল্লার আল মাহামুদ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই,জাটকা ইলিশ রক্ষা মৌশুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন।এ উপকরন যেন সত্তিকারের সঠিক জেলারা পায় তার দিকে  সজাগ দৃষ্টি  রাখার জন্য মৎস্য অফিসারদের প্রতি আহবান জানান।
 

সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন,ইলিশ সম্পাদ রক্ষার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তা গ্রহন ও সঠিক ভাবে ব্যবহারের করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ইলিশ সম্পদ উন্নয়নে অবদান রাখবেন।