• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জেলেদের মাঝে ছাগল বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ  সরকারের  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর  থেকে ছাগল, ছাগলের ঘর, খাদ্য ও ওষুধ  বিতরণ করা হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
 ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মোঃ ইউসুফ হোসেনসহ সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
এ পর্বের বিতরণ অনুষ্ঠানে ২০ জন জেলের মাঝে জনপ্রতি দুইটি করে ছাগল, এক বস্তা ছাগলের খাবার ও একটি করে ছাগলের খোঁয়ার ও ওষুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই,জাটকা ইলিশ রক্ষা মৌশুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন।এ উপকরন যেন সত্তিকারের সঠিক জেলেরা পায় তার দিকে  সজাগ দৃষ্টি  রাখার জন্য মৎস্য অফিসারদের প্রতি আহবান জানান।
তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন,ইলিশ সম্পাদের পাশাপাশি  দেশীয় মাছ ও শামূক সংরক্ষনের জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তার সঠিক ব্যবহার করে আপনারা দেশীয় মাছ ও ইলিশ সম্পদ উন্নয়নে ভুমিকা রাখবে। যারা সরকারি বিধান অমান্য করে জাটকা  ধরবে  বা দেশীয় মাছ নির্বিচারে ধ্বংশ করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতপদক্ষেপ নিব।