• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যাকাত ফান্ডের ১লক্ষ ১২ হাজার টাকা বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ব্যবসায়ীরা সরকারি যাকাত ফান্ডে নিয়মিত যাকাত দিলে এই ফান্ড অনেক বেশি শক্তিশালী হবে। সরকারি যাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্র্যদের আত্মনির্ভরশীল করা হয়। এছাড়া কুরআনে নির্দেশিত আটটি খাতে যাকাত গ্রহণে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের মধ্যে যাকাতের অর্থ বিতরণ করা হয়।

শনিবার(৩ জুন) তার নিজ কার্যালয়ে আয়োজিত সরকারি যাকাত ফান্ডে যাকাত ফান্ডের থেকে প্রাপ্ত অর্থ অসচ্ছল ব্যাক্তিদের মাঝে বিতরণ কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম।

 উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, হাদিসে রয়েছে হালাল রিযিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে।  ভেদরগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে উপজেলার দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় যাকাত ফান্ডের ১ লক্ষ ১২ হাজার টাকা ১১ জনের মাঝে ও ৪৮ হাজার টাকা ১৬ জন নদী ভাঙ্গনের শিকার অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়।