• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে মেয়র নির্বাচিত আব্দুল আউয়াল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল আউয়াল সরদার। সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ৯টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি ৬৭৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের (নৌকা) মেয়র প্রার্থী জাকির হোসেন দুলালকে।

নারকেল গাছ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল সরদার পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন দুলাল পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।

ফলাফল সংগ্রহ শেষে গোসাইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফল ঘোষণা করেন শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ।

গোসাইরহাট পৌরসভায় মোট ভোটার ১৮ হাজার ৩২। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৩ হাজার ৪২৯। ভোট পড়েছে ৭১ দশমিক ৫১ শতাংশ। ৯টি ভোটকেন্দ্রের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে কম্পিউটার  প্রতীকে বিএনপি সমর্থত প্রার্থী মো. জিয়াউর রহমান জিয়া জমাদ্দার ২ হাজার ৯১৫ ভোট, মোবাইল ফোন প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মতিউর রহমান মিন্টু বেপারী ২ হাজার ৬৩৮ ভোট, জগ প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী দেওয়ান শাজাহান ৭৬২ ভোট, হেলমেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুল কাদের আলামিন ২৩২ ভোট, চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মিন্টু জমাদ্দার ১০১ এবং হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসিনা আক্তার ৭৬ ভোট পেয়েছেন।

ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম, তা প্রমাণিত হয়েছে গোসাইরহাট পৌরসভা নির্বাচনে। এটি সুষ্ঠু নির্বাচনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷