• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে আই সেন্টারের যাত্রা শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার  ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পরীক্ষা মূলক ভাবে  চোখের চিকিৎসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।রবিবার(৩ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ আই সেন্টারের (পূর্ব নাম ভিশন সেন্টার) পরীক্ষা মূলক ভাবে শুরু হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন জানান মাননীয় প্রধানমন্ত্রী আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে দেশব্যপী ৬৫ টি উপজেলায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।
তারই প্রস্তুতি হিসেবে  আমরা পরীক্ষা মুলক কার্যক্রম শুরু করেছি। আনুষ্ঠানিক  ভাবে মাননীয়  প্রধান মন্ত্রীর উদ্বাধনের পরে এ সেন্টার  থেকেই ঔষধ,  চশমা সহ চোখের যাবতীয় চিকিৎসা প্রদান করা হবে।

এছাড়া ও ভেদরগঞ্জ ও সখিপুরের আপামর জনতার যদি কখনো চোখের অপারেশন প্রয়োজন হয়, যাতায়তের সকল ব্যবস্থা সহ বিনামূল্যে ঢাকায় জাতীয় চক্ষু ইনিস্টিটিউটে নিয়ে  সকল ধরনের অপারেশনের ব্যবস্থা করা হবে এই সেন্টারের মাধ্যমে। এ সময় উপজেলা স্বাস্থ্যও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি আরো কৃতজ্ঞতা জানান মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ও লাইন ডাইরেক্টর ন্যাশনাল আই কেয়ার স্যার।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরমান, ডাঃ মাসুম মিয়া সহ চক্ষু বিভাগের  কর্মকর্তা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন।