• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

গরিব-দুঃখী মানুষের সরকার প্রধান হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাংসদ একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন গরিব-দুঃখী মেহনতী মানুষের সরকার প্রধান। দেশ ও জাতির উন্নয়নে আগামী বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ব্যতিক্রমধর্মী সরকার প্রধান। তিনি মহাকাশের স্যাটেলাইট পাঠিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেমন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি তৃণমূল পর্যায়ে একজন অসহায়, দুঃস্থ মানুষের খোঁজ খবরও নেন এবং তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেন । তার মত ব্যতিক্রমধর্মী সরকার প্রধান পৃথিবীতে কমই আছেন। তিনি হচ্ছেন মানবতার মা মাদার অফ হিউম্যানিটি।

মতবিনিময় সভা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য প্রমূখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নড়িয়া উপজেলার প্রায় পাঁচ হাজার উপকারভোগীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।