• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ব্যর্থ তারেকের নতুন ষড়যন্ত্র

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ব্যর্থ হয়ে নতুন ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, তারেক রহমানের নির্দেশে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট হিসেবে ইকবাল হোসেন কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে দেয়। এ ঘটনায় খুব একটা সুবিধা করতে না পারায় এবার নতুন ষড়যন্ত্র সামনে এনেছেন তারেক রহমান। এবার এ ষড়যন্ত্রের নাম দেয়া হয়েছে ‘বিগ প্ল্যান’। একই সঙ্গে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় অশান্তি, সরকারবিরোধী প্রকাশ্য বিদ্রোহের মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা নেয়া হয়েছে এ পরিকল্পনায়।

একাধিক সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি রাজনৈতিক আন্দোলন, জ্বালাও-পোড়াও নয়, বরং ক্ষমতাসীন সরকারের ভেতরের ক্রিয়াশীল শক্তিগুলোকে দিয়ে স্বার্থ হাসিল করানোই এ বিগ প্ল্যানের লক্ষ্য। 

সূত্রগুলো আরো জানায়, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে টোপ দিয়ে নানারকম অপকর্ম করানোই বিগ প্ল্যানের লক্ষ্যবস্তু। কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনা নিয়ে রাস্তায় নামা, বিভিন্ন স্থানে স্থানীয় জনপ্রতিনিধিদের অসন্তোষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে উস্কে দেওয়াই এ পরিকল্পনার প্রধান প্রধান দিক বলেও জানা গেছে।

তারেকের ‘বিগ প্ল্যান’ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘিরে। বিএনপি-জামাতপন্থী এবং সুবিধাবাদীরা এখনো অনেক ভালো অবস্থানে রয়েছে। তাই ক্ষমতাসীনদের সঙ্গে মিশে থাকা বিএনপি নিয়ন্ত্রিতদের দিয়ে এবার বড় কাণ্ড ঘটাতে চান তারেক।

তবে তারেকের বিগ প্ল্যানের সবচেয়ে বড় দিক হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। শিক্ষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, চিকিৎসক, কৃষিবিদসহ নানা পেশার মানুষের মধ্যে কাজ করছে তারেকের টিম; এমন তথ্যই পাওয়া যাচ্ছে।

বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেশাজীবীরা যদি তাদের ইস্যু নিয়ে আন্দোলন করে আর পরিকল্পনাগুলো যদি এগোয় তাহলে তারেকের ‘বিগ প্ল্যান’ বাস্তবায়িত হবে। 

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেকের এসব উদ্ভট ষড়যন্ত্র এখন বাংলাদেশের বাস্তবতা বিবর্জিত।