• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বিএনপির কর্মসূচির মোকাবিলায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

বিএনপির কর্মসূচির মোকাবিলায় গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে এবার মাঠে নেমেছে আওয়ামী লীগ। সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে গণঅভ্যুত্থান সমাবেশে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

বুধবার (২৫ জানুয়ারি) পূর্বঘোষিত এ কর্মসূচি দুপুর ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই নিজ নিজ থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতারা আসতে শুরু করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির পাল্টা আওয়ামী লীগের গণঅভ্যুত্থান কর্মসূচিতে রাজধানীজুড়ে ভোর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থান কর্মসূচি পালনে আসতে শুরু করেছেন।