• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনেও মানুষ ‘গুগল’ খোঁজেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

ফেসবুক-টুইটারে একটি ‘মিম’ প্রায়ই দেখা যেত। সেটা মা ও বাবার কাছে সন্তানের প্রশ্নবিষয়ক। মায়ের কাছে সন্তানের অনেক প্রশ্ন থাকে। আমরা এটা করছি না কেন, খাচ্ছি না কেন, বেড়াতে যাচ্ছি না কেন, তুমি আসছ না কেন ইত্যাদি। আর বাবার কাছে প্রশ্ন কেবল একটিই—বাবা, মা কোথায়? সার্চ ইঞ্জিন গুগল আর ‘বিং’–এর ব্যাপারটা অনেকটা তেমনই।

গুগলে মানুষ দিনমান হাজারটা প্রশ্ন লিখে খোঁজে। আর প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে মানুষ সবচেয়ে বেশি খোঁজে ‘গুগল’ লিখে। প্রিয় বিং, গুগল কোথায়? এ দাবি অবশ্য গুগলের। আদালতে জমা দেওয়া নথিতে দাবিটি করেছে তারা।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে আধিপত্যের সুযোগ নিয়ে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নষ্টের দায়ে গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন। গুগল সে জরিমানার বিরুদ্ধে আদালতে আপিল করেছে। বিং সার্চে সবচেয়ে বেশি খোঁজা শব্দ গুগল, এমন দাবি আপিলের নথিতে করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ ছিল, স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার সুযোগ নিয়ে ডিভাইসগুলোয় পূর্বনির্ধারিত (ডিফল্ট) সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ঠিক করে দেওয়া হচ্ছে। সে অভিযোগ ঠিক নয় বলে উল্লেখ করেছে গুগল। বলেছে, তাদের সেবা এমনিতেই সবচেয়ে জনপ্রিয়।

আপিলে গুগল লিখেছে, ‘আমরা প্রমাণসহ দেখিয়েছি, বিংয়ে সবচেয়ে বেশি খোঁজা শব্দ হলো “গুগল’। মানুষ স্বেচ্ছায় গুগল ব্যবহার করে, জোরপূর্বক নয়।’ গুগল জানায়, জরিপে দেখা যায়, ৯৫ শতাংশ ব্যবহারকারী প্রতিদ্বন্দ্বীদের সেবাগুলোর তুলনায় গুগল বেশি পছন্দ করে।

২০১৮ সালে আরোপিত সে জরিমানার বিপক্ষে গুগলের আবেদনের গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি এই ‘ব্যবহারকারীরা স্বেচ্ছায় গুগল ব্যবহার করে’। জরিমানা ধার্যের পর গুগলের প্রধান সুন্দর পিচাই ব্লগ পোস্টে লিখেছিলেন, অ্যান্ড্রয়েড সবাইকে অনেক অপশন দিয়েছে বৈ কম নয়।

তবে তৎকালীন ইউরোপীয় কমপিটিশন কমিশনার মাখাইথে ভেস্তেয়ার বলেছিলেন, অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আগে থেকে গুগল ও ক্রোম অ্যাপ ইনস্টল করতে বাধ্য করেছে প্রতিষ্ঠানটি। কোনো কোনো ক্ষেত্রে গুগলকে একমাত্র সেবা হিসেবে নির্ধারণ করতে অর্থও দিয়েছে। এতে কেবল ১ শতাংশ মানুষ সার্চ ইঞ্জিনের জন্য অন্য অ্যাপ ব্যবহার করেছে।