• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেয়া বন্ধ, চালাকির দিন শেষ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি এক নতুন দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে। ভিউ ওয়ান্স ফিচারের অধীনে স্ক্রিনশট নেয়া বন্ধ করে দিয়েছে তারা। হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফটো, ভিডিও ইত্যাদি দুই পক্ষের মধ্যে সুরক্ষিত রাখতেই নিয়ে আসা হয়েছিল ভিউ ওয়ান্স ফিচার।
মেটা মালিকাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে।

ভিউ ওয়ান্স ফিচারের ফলে কোনো ব্যবহারকারীকে ছবি পাঠানোর পর সেটি কেবল একবারই দেখা যায়। দেখার পর সেটি নিজে থেকেই উধাও হয়ে যায়। ওই ছবি দ্বিতীয়বার দেখার কোনো বিকল্প থাকে না। কিন্তু এ ক্ষেত্রে একটি ফাঁদ রয়ে গেছে, যা হল মোবাইলের স্ক্রিনশট। উক্ত ছবির স্ক্রিনশট নেয়ার বিকল্প ছিল ব্যবহারকারীদের কাছে।

তবে এবার সেই সুযোগেও তালা মেরে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবেটা ইনফো সূত্র থেকে জানা গেছে, এই আপডেট এরই মধ্যে বিটা ব্যবহারকারীদের কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিউ ওয়ান্স ফিচারে কোনো ছবি বা ভিডিও রিসিভ হলে তার স্ক্রিনশট আর নেয়া যাবে না। এমনকি ভিডিও রেকর্ডিংও করা যাবে না।

ভিউ ওয়ান্স ফিচারে কোনো ছবির স্ক্রিনশট নেওয়ার বিকল্পই পাবেন না ব্যবহারকারী। কোনো প্রাপক যদি এই ভেবে থাকে যে ভিউ ওয়ান্স ফিচারে অধীনে ছবি এলেও সেটি স্ক্রিনশট নিয়ে ফোনে সেভ করে রাখবে তা আর করা যাবে না। ফলে যিনি পাঠাচ্ছেন তার মনেও ছবি ফাঁস হওয়ার ভয় থাকবে না।

পরীক্ষা-নিরীক্ষার পর খুব শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে রোল আউট করা শুরু করবে হোয়াটসঅ্যাপ।