• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ফেসবুক গ্রুপে ভুয়া পোস্ট নিয়ে আসছে নতুন ফিচার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

শিল্পচর্চা, পোশাক কেনাবেচা থেকে রাজনীতি নানা বিষয়ে অজস্র গ্রুপ রয়েছে ফেসবুকে। প্রতি মাসে ১০৮ কোটিরও বেশি মানুষ বিভিন্ন ফেসবুক গ্রুপ ব্যবহার করেন। ফলে এই বিষয়ে আগের থেকে আরও বেশি সতর্ক হতে চাইছে মেটা।

গ্রুপ চালানো ব্যবহারকারীদের জন্য নয়া সুবিধা যোগ করল ফেসবুক। কোনো গ্রুপে ভুয়া পোস্ট করা হলে, এবং তা ফ্ল্যাগড হলে এবার থেকে একটি নির্দিষ্ট অংশে জড়ো হবে। একসঙ্গে এরপর ভুয়া পোস্টগুলো যাচাই করে তা ডিলিট করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিড-টার্ম নির্বাচনের আগে ভুয়া খবরের বিষয়ে আরও সতর্ক হতে চাইছে ফেসবুক। বিভিন্ন নির্বাচনের আগে সংস্থার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর বিষয়ে উদাসীন থাকার অভিযোগ উঠেছে বারবার। নতুন এই টুলের মাধ্যমে গ্রুপে স্বয়ংক্রিয়ভাবেই ভুয়া খবর হিসাবে ফ্ল্যাগ করা পোস্টগুলি আলাদা হয়ে যাবে।

সমালোচকদের মতে, এই গ্রুপগুলি প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ানোর আদর্শ স্থান। কারণ বেশিরভাগ গ্রুপেই একই মতাদর্শে বিশ্বাসীদের ভিড় থাকে। সেই কারণে ভুয়া খবর, তথ্য পোস্ট করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবাদ করার কেউ থাকে না।