• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৪ ১৪৩০

  • || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এক মাসের শিশুর মস্তিষ্কে মৃত যমজ ভ্রূণ!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

এক বছরের শিশুর মস্তিষ্কে মৃত যমজের ভ্রূণ মিলেছে। এমনই বিস্ময়কর এক  ঘটনা ঘটেছে চিনে। সম্প্রতি নিউরোলজির এক জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। আর তাতেই উল্লেখ করা হয়ে এমন একটি ঘটনার।
জানা গেছে ঐ শিশুটি জটিল স্নায়বিক সমস্যায় ভুগছে। তার মাথাটি অস্বাভাবিক রকমের বড়। তার মস্তিষ্ক স্ক্যান করতেই চমকে ওঠেন চিকিৎসকরা। দেখা যায় সেখানে রয়েছে দুই মৃত যমজের ভ্রূণ। দুইটি ভ্রূণেরই হাড়, ঊর্ধ্বাঙ্গ ও আঙুলের মতো অঙ্গ তৈরি হয়ে গিয়েছিল।

কিন্তু কী করে ঘটল এমন আশ্চর্য ঘটনা? চিকিৎসকরা জানাচ্ছেন, ঐ দুই ভ্রূণগুলো আসলে এই শিশুটিরই যমজ। এই অবস্থাকে বলা হয় ‘ফিটাস-ইন-ফিটু’। এক্ষেত্রে কোনো ভ্রূণের শরীরের মধ্যে অন্য ভ্রূণ তৈরি হয়ে যায়। যদিও এমন ঘটনা খুব বিরল। ১০ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এমন হয়। গত বছরের নভেম্বরে রাঁচিতে এমন এক ভ্রূণের সন্ধান মিলেছিল। ২১ দিনের এক সদ্যোজাতর পাকস্থলীর ভেতরে মিলেছিল ৮টি ভ্রূণ। এবার তেমনই ঘটনা লক্ষ করা গেল চিনেও।