• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

তথ্য আদান-প্রদানের জন্য নিরাপত্তা ও সুযোগ-সুবিধাগত কারণে অনেকেই বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। গ্রাহকদের জন্যও প্রায়ই নিত্য নতুন ফিচার আনছে ম্যাসেজিংয়ের জনপ্রিয় এই অ্যাপটি। ব্যবহারকারীদের গোপনীয়তা আরো বাড়াতে এবার নতুন একটি ফিচার যুক্ত করা হচ্ছে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময় ভুলে ফোন কোথাও রেখে গেলে বা কারো হাতে পড়লে গোপনীয়তা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। নতুন ফিচারটিতে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের যেকোনো কনভার্সেশন লক করার জন্য ‘চ্যাট লক’ ফিচার নিয়ে আসছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো ব্যক্তির সঙ্গে কনভার্সেশন অথবা নির্দিষ্ট গ্রুপ লক করে রাখতে পারবেন। ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই সেসব কনভার্সেশন বা গ্রুপে প্রবেশ করা যাবে না।

এছাড়া লক করা অবস্থায় যদি সেসব কনভার্সেশনে নতুন কোনো ছবি বা ভিডিও আসে, সেগুলো গ্যালারিতে সংক্রিয়ভাবে সংরক্ষণ হবে না। আপাতত হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই সুবিধা মিলছে।