• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

হোয়াটসঅ্যাপে এলো সাধারণ কলের মতো ফিচার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

ফোন কল ধরতে না পারলে এবার পাঠাতে পারবেন মেসেজ। জানাতে পারবেন ফোন না ধরার কারণ। সাধারণ ফোন কলের মতোই এবার এই ধরনের ফিচার পাবেন হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও।
বৃহস্পতিবার মেটার অধীনস্ত হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। বর্তমানে কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য এই সুবিধা প্রযোজ্য হলেও পরে সবার জন্য এই সুবিধা চালু হবে।

শুধু তাই নয়, এবার একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করেছে মেটা। হোয়াটসঅ্যাপ মনে করছে, এতে ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে। কর্মীরা একই নাম্বার ব্যবহার করে নিজেরাই ক্রেতাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।

তবে এই সুবিধা ব্যবহারে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা আছে কী না? এ নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যবহারকারীদের এমন প্রশ্নের উত্তরে হোয়াটসঅ্যাপ বলছে, এমন চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রতিটি ডিভাইসেই চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।