• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চিলিকে শট নেওয়ার সুযোগ দিতে চায় না ব্রাজিল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

ব্রাজিলের অজেয় যাত্রায় দারুণ অবদান ডিফেন্ডারদের। তাদের সামনে এবার চিলি-পরীক্ষা। জায়গা পেলেই গোলের জন্য শট নিয়ে অভ্যস্ত দলটি। তাই বাড়তি সতর্কতার প্রয়োজন দেখছেন চিয়াগো সিলভা। অভিজ্ঞ এই ডিফেন্ডার কোয়ার্টার-ফাইনালে সতীর্থদের রক্ষণ আরও জমাট রাখার তাগিদ দিয়েছেন।

আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে কেবল একবার তিতের দল হজম করেছে একাধিক গোল। গত বছর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৪-২ গোলে জিতেছিল ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দুই ম্যাচে অক্ষত ছিল ব্রাজিলের জাল। শেষ দুই ম্যাচে একটি করে গোল করে কলম্বিয়া ও একুয়েডর। তাদের চেয়েও বড় চ্যালেঞ্জ জানাতে পারে চিলি। এক সংবাদ সম্মেলনে ডিফেন্ডার সিলভা তাই সতীর্থদের দিলেন সতর্কবার্তা।

“রক্ষণের কাজে অবশ্যই মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দেরও ভূমিকা রাখতে হবে। চিলি এখন পর্যন্ত গোলের জন্য ১৭ শট নিয়েছে, বেশি গোল দিতে পারেনি (৩ গোল করেছে)। তবে তারা যখনই খালি জায়গা পায় তখনই গোলের জন্য শট নেয়। আমরা যখন মাঠে থাকি, খুব কমই ওই সুযোগ দেই। তারা সুযোগ পেলেই শট নেবে।”

চার ম্যাচে ৮ গোল দিয়েছে ব্রাজিল, হজম করেছে দুটি। রক্ষণ পেরিয়ে গোলরক্ষককে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। চিলির বিপক্ষে রক্ষণে একই রকম মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিলেন সিলভা।

“যদি গোলের জন্য শটের কথা বলা হয়, আমাদের রক্ষণ ও গোলরক্ষকের জন্য আমরা খুব একটা ভুগিনি। প্রতিটি ম্যাচে হয়তো তিন কিংবা চারটি শট নিতে পেরেছে প্রতিপক্ষ। দুটি গোল হয়েছে। দুটি কিংবা তিনটি শট আমরা ঠেকিয়ে দিয়েছি।…আমরা কম সুযোগ দিয়েছি।”