• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

চোটের কারণে বাংলাদেশ সফরে নেই নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই বাংলাদেশ সফরে টি-২০ দলের সহ অধিনায়ক ম্যাথু ওয়েডকেই অধিনায়ক নির্বাচিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ওয়েস্ট ইন্ডিজ সফরেই চোট পান সাদা বলের নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। নিয়মানুযায়ী দলের মূল সহ অধিনায়ক প্যাট কামিন্সেরই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-এই দুই সফরে কামিন্সসহ দলের শীর্ষ ক্রিকেটাররা না থাকায় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। 

বাংলাদেশ সফরেও তাকেই অধিনায়ক রাখা হবে বলে গুঞ্জন থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া টি-২০ দলের সহ অধিনায়ক ওয়েডের ওপরই আস্থা রেখেছে।

বাংলাদেশ সফরে যে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, সেগুলো আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে তাদের শেষ টি-২০ ম্যাচ। 

ওয়েড অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া পাচ্ছে না ফাস্ট বোলার রাইলি মেরিডিথকে। তার বদলে অস্ট্রেলিয়ার টি-২০ দলে ঢুকেছেন তাসমানিয়ার তরুণ ফাস্ট বোলার নাথান এলিস।