• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ব্রাজিলের সামনে কলম্বিয়া, আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের এবারের সূচির শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। অন্যদিকে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। পাশাপাশি আরও শক্ত করেছে নিজেদের শীর্ষস্থান।

এবার নিজেদের দশম ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ৩টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। আর সোমবার ভোর সাড়ে ৫টায় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ লাতিন অঞ্চলের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ে।

গত জুনে কোপা আমেরিকার গ্রুপপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা। শেষ পাঁচ ম্যাচে উরুগুয়ের কাছে হারেনি তারা। সবশেষ ২০১৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে জিতেছিলো উরুগুয়ে। আট বছর পর ফের অক্টোবরেই পাঁচ ম্যাচের খরা কাটানোর লক্ষ্য দলটির।

সবমিলিয়ে দুই একে অপরের মুখোমুখি হয়েছে ১৯০টি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ৮৮টিতে আর ড্র হয়েছে ৪৫ ম্যাচ। বাকি ৫৭ ম্যাচে জয়ীর বেশে মাঠ ছেড়েছে উরুগুয়ে। সোমবার ভোরে এই সংখ্যাটি ৪৬-এ উন্নীত করার মিশনে নামবে অস্কার তাবারেজের দল।

অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষেও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত ব্রাজিল। গত জুনে দুই দলের সবশেষ লড়াইয়ে ব্রাজিলের জয় ২-১ গোলের ব্যবধানে। সবমিলিয়ে ব্রাজিল-কলম্বিয়া খেলেছে ৩৩টি ম্যাচ। যেখানে ব্রাজিলের জয় ২০ ম্যাচে আর ড্র হয়েছে ১০টি। বাকি তিনটি ম্যাচে জিতেছে কলম্বিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সবকয়টি জিতেছে ব্রাজিল, পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে কলম্বিয়া।