• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

বিপিএলের অষ্টম আসরে তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহকে নিয়ে অভিজ্ঞ দল গড়েছে মিনিস্টার ঢাকা। তাদের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তারকাবহুল কিংবা অভিজ্ঞতা সব দিক দিয়ে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মিনিস্টার ঢাকা। তার ওপর বিপিএলে বিগত আসরগুলোর সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও আছেন দলটির স্কোয়াডে। আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল তো আছেনই। আন্দ্রে রাসেল, মোহাম্মদ শাহজাদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা এবার ঢাকার ট্রাম্পকার্ড।

এতকিছুর পরেও আসর মাতাতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। অষ্টম আসর শুরুর প্রথম দুই ম্যাচে তারা মুশফিকের খুলনা টাইগার্স ও তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারে। অবশ্য শেষ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলে দুটি পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

এদিকে সিলেট সানরাইজার্স আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সে ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। পাবেই বা কী করে? প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানের গুটিয়ে যায় মোসাদ্দেকের দল। ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলাররা অবশ্য কিছুটা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ২ উইকেটের জয় পায় ভিক্টোরিয়ান্স। আজ ঢাকার বিপক্ষে জয় পেতে হলে সিলেটের বোলার-ব্যাটার দুই পক্ষকেই জ্বলে উঠতে হবে। ম্যাচে মোসাদ্দেকের ভরসা কলিন ইুনগ্রাম, লেন্ডল সিমন্স, রবি বোপারার সঙ্গে তাসকিন আহমেদ, আল আমিন ও কেসরিক উইলিয়ামস।

৩ ম্যাচে মাত্র এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে তারকাবহুল ঢাকা। দ্বিতীয় পর্বের লড়াইয়ে থাকতে হলে সিলেটের বিপক্ষে জয় তুলে নিতে হবে তামিমদের। অন্যদিকে একমাত্র ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা সিলেট পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। লড়াইয়ে টিকে থাকতে হলে তাদেরও জয়ের বিকল্প নেই।

একাদশ
 
মিনিস্টার ঢাকা: মোহাম্মদ শেহজাদ, তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, শুভাগত হোম, আরাফাত সানি, মুরাদ হাসান ও রুবেল হোসেন।

সিলেট সানরাইজার্স: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামাস ও রবি বোপারা।