• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বৃষ্টির বাধায় খেলা শুরু হতে দেরি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০২২  

তীব্র গরমের পর প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে বৃষ্টি ঝরেছে চট্টগ্রামে। তাতে দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। আম্পায়াররা মাঠের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর খেলার নতুন সময় নির্ধারণ করেছেন সকাল সাড়ে ১০টা। 

তার আগে তৃতীয় দিন পুরোটা সময় কর্তৃত্ব করেছে বাংলাদেশ। প্রথম সেশনে বিনা উইকেটে ১৫৭ রানের পর দ্বিতীয় সেশনে পড়ে শুধু ৩ উইকেট। এর পর শ্রীলংকা বাংলাদেশকে আর বিপদে ফেলতে পারেনি। বরং শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে দাপুটে একটি দিন কাটিয়েছে স্বাগতিক দল।

তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ ওভারে ৩ উইকেটে ৩১৮ রান। এখন মুশফিক-লিটনের ৯৮ রানের জুটিতে চতুর্থ দিনটা হয়ে উঠেছে আরো সম্ভাবনাময়। এখন দেখার হলো এই জুটিতে বাংলাদেশ কতদূর যেতে পারে। 

অবশ্য টেস্টটা বর্তমানে যে দিকে দাঁড়িয়ে, সেখানে একটু ছন্দহীন হলেই বিপদ ঘটতে পারে মুমিনুলদের। শ্রীলংকা চাইবে শুরুর সেশনে বাংলাদেশের জুটি ভেঙে আঘাত হানতে। আর স্বাগতিক দল চাইবে যতদূর সম্ভব বড় লিডে অগ্রসর হতে।