• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বিশ্ব আসরের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে নিউজিল্যান্ড। 

মঙ্গলবার (২৮ জুন) ওই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড- এনজেডসি।

সূচি অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর। সিরিজের সবগুলোর ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। টুর্নামেন্টে প্রাথমিকভাবে প্রতিটি দল একে ওপরের সঙ্গে দুবার মুখোমুখি হবে। অর্থ্যাৎ ফাইনাল বাদে মোট চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

সিরিজে প্রথম পর্বের মোট সাতটি ম্যাচ শেষে সেরা দুই দল নিয়ে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এদিকে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাবর আজমের পাকিস্তান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

৮ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

৯ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১১ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১৪ অক্টোবর: ফাইনাল, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।