• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যে বিশেষ বুট নিরাময় করবে নেইমারের পায়ের চোট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে নেইমার ঝলকে জয় তুলে নিয়েছিল সেলেসাওরা। তবে সেই ম্যাচেই ব্রাজিলের জন্য দুঃসংবাদ হয়ে আসে নেইমারের ইনজুরি। আর তাতে গ্রুপপর্বের বাকি খেলায় নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তার এ অবস্থায় এগিয়ে এসেছে নাসা। নেইমারকে নিয়ে সমর্থকদের হতাশার মাঝে আশার আলো দেখাচ্ছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটি। কারণ তাদের তৈরি 'কমপ্রেশন বুট'ই নিরাময় করবে নেইমারের পায়ের চোট।

তারা একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যার নাম 'কমপ্রেশন বুট'। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময়ে দ্রুত কাজ করে। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। একই সঙ্গে মাংসপেশী এবং হাড়ের বিভিন্ন সংযোগের সমস্যা সমাধানে দ্রুত কাজ করে এটি। এবার এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নেইমারের চিকিৎসায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'র বরাতে জানা গেছে, নেইমারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে নাসার এই প্রযুক্তি। চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান 'নর্মা টেক' তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন প্রজন্মের 'কমপ্রেশন বুট' সব অ্যাথলেটদের দ্রুত চোট কাটিয়ে উঠতে সহায়তা করে। পেশাদার অ্যাথলেটদের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় এবং কার্যকর।

জানা যায়, নেইমারের পা মচকে গেছে এবং অন্তত শেষ ষোলোর আগে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আজ রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও খেলা হচ্ছে না নেইমারের।