• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ মাঠে নামছে বাংলাদেশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতে শুভসূচনা করতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আইরিশ বাহিনী।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি ঘিরে কঠোর অনুশীলন করেছে দুদল।

টানা দুই সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। অবশ্য অনেক সময় অতি আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির আগে বেশ সতর্ক হেড কোচ। দলে কিছু নতুন মুখ থাকলেও, প্রথম ম্যাচে তাদের খেলানোর সম্ভাবনা ক্ষীণ।

এদিকে একই দক্ষতার একই খেলোয়াড় নিয়ে শুধু ড্রেসিংরুমের পরিবেশে পরিবর্তন আনায় সফলতা এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।  তিনি বলেন, ‘আমি ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছি। এ বিষয়ে কথা বলেছি। খারাপ করলেই কাউকে বাদ দেয়া হবে না, এমন বার্তা দিয়েছি। খেলোয়াড়রা ভালো বা খারাপ করুক, আমাদের কাছে তারা মূল্যবান।’

টি-টোয়েন্টি সিরিজের আগে ভিন্ন কৌশল আইরিশদের। নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে চাইছে দলটি। ওয়ানডে সিরিজ ভুলে নতুন করে শুরু করতে চায় তারা। যেখানে তারা অনুপ্রেরণা খুঁজছেন বিশ্বকাপ থেকে। সংক্ষিপ্ত সংস্করণে ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় অতিথি দলটি।

আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান বলেন, ‘আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চাই। ছোট ফরম্যাটে ভালো করার সম্ভাবনা থাকে বেশি। অতীতে আমরা ভালো করার সামর্থ্য দেখিয়েছি। যদিও খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ, ওরা সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে। আমরা চেষ্টা করব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে।’
আরও পড়ুন: আইপিএলে অধিনায়ক হবেন লিটন?

টি-টোয়েন্টিতে দুদলের আগের পাঁচ দেখায় এগিয়ে রয়েছে টাইগাররা। তাদের থলিতে রয়েছে তিন জয়ের সুখস্মৃতি। তবে পরিসংখ্যান নয়, মাঠের খেলাকেই প্রাধান্য দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে চায় সাকিব আল হাসানের দল।