• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মেসির বিকল্প হিসেবে যাদের ওপর নজর রাখছে পিএসজি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মে ২০২৩  

সৌদির পর্যটন দূত মেসির ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এতে পিএসজি-মেসির সম্পর্ক এখানেই শেষ দেখছেন অনেকেই। এমনকি মেসি অধ্যায় ভুলে সামনে তাকাতে চায় ফরাসি জায়ান্টরাও।
আগামী জুনে মেসির সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। এর আগেই মেসিকে নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাবটি। এমনকি মেসির সঙ্গে নতুন মৌসুমে চুক্তি নবায়ন না করারও ঘোষণা দিয়েছে তারা। এতে মেসি-পিএসজির সম্পর্ক এখন সুতোই ঝুলছে।

এরই মধ্যে মেসির বিকল্প খুঁজতে তোড়জোড় শুরু করেছে ফরাসি ক্লাবটি। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে তিন ফুটবলারের নাম।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, মেসির বিকল্প হিসেবে পিএসজির পছন্দের তালিকায় ওপরের দিকে আছে নাপোলির ৩৩ বছর পর সিরি আ শিরোপা জয়ের নায়ক ভিক্টর ওশিমেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল।

তবে পিএসজির জন্য ওশিমেনকে পাওয়া খুব একটা সহজ হবে না। কারণ, নাইরেজিয়ার তরুণ এই স্ট্রাইকার পেতে ইতোমধ্যে হাত বাড়িয়েছে বেশ কয়েকটি বড় ক্লাব। যাদের মধ্যে অন্যতম প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।

পিএসজিতে মেসির বিকল্প হিসেবে পছন্দের দ্বিতীয়তে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। ২৩ বছর বয়সী এই পর্তুগিজ এই স্ট্রাইকার দুর্দান্ত ফর্মে আছেন। ২০০৭ সালের পর মিলানের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়কও তিনি। মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।

আর্জেন্টাইন মহাতারকার বিকল্প হিসেবে পছন্দের তিনে আছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রানদাল কোলো মুয়ানি। ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছেন মুয়ানি।

মেসি অধ্যায় শেষে পিএসজির ডেরায় কোন তারকা নাম লেখাচ্ছেন তা সময়ই বলে দেবে।