• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দাপুটে জয়ে শিরোপার উৎসবে মাতল রিয়াল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২৩  

কোপা দেল রের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেমিফাইনালে রিয়ালের কাছে পাত্তায় পায়নি দলটি। কাতালান ক্লাবটির বিপক্ষে দাপুটে জয়ে ফাইনালে উঠে রিয়াল। দীর্ঘ ৯ বছর পর প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ওসাসুনা। শনিবার দিবাগত রাতে (৬ মে) দুই ব্রাজিলিয়ানের জাদুতে ওসাসুনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অপেক্ষাটা দীর্ঘ ছিলো করিম বেনজেমাদের। অবশেষ কোচ আনচেলত্তির হাত ধরেই আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল মর্যাদার মুকুট। সেই সঙ্গে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ আরো বাড়ল ওসাসুনার।

২০তম কোপা দেলরে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই লিড নেয় আনচেলত্তির শিষ্যরা। দুই ব্রাজিলিয়ানের রসায়নে মাত্র ১০৭ সেকেন্ডে স্কোর শিটে নাম লেখান রদ্রিগো। ফাইনালের মঞ্চে শুরুতেই পিছিয়ে পড়ে আক্রমণাত্বক খেলা ওসাসুনা। প্রথমার্ধে রিয়াল শিবিরে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েও সমতায় ফিরতে পারেনি আরাসাতের শীষ্যরা।

অপরদিকে বিরতির আগেই ব্যবধান বাড়তে পারত রিয়াল। তবে দাভিদ আলাবার ফ্রি কিকে বাধা হয়ে দাড়ায় ক্রসবার। প্রথমার্ধের বাকি সময় আর গোলের দেখা না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।  

দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনাকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখান লুকাস তোরো। মৌসুমে স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোলে সমতা টানে লস রোহিয়োস (১-১)।  তবে তাদের সেই স্বপ্ন চাপা পড়ে এক ব্রাজিলিয়ানে। লস ব্লাঙ্কো সমর্থকদের আরো একবার উল্লাসে ভাসান রদ্রিগো।

এদিন ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ করিম বেনজেমা। তবে ফরাসি তারকা রেকর্ডবুকে ভাগ বসিয়েছেন মার্সেলোর সাথে। মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান তারকার সমান সর্বাধিক ২৫ শিরোপা এখন বেনজেমার নামের পাশে।