• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শীতের সৌন্দর্যের মুগ্ধতায় শ্রীমঙ্গলের চা বাগান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

পাহাড়, নদী, টিলায় ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকৃতি একেক ঋতুতে একেক রূপের জানান দেয়। বর্ষার রূপ আর লাবণ্যের পর, শীতের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মোড়ানো চা-বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা।

শিশির ভেজা শীতের সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজের বিশাল এই বিস্তারে ঘেরা সারি সারি চা বাগানের একটি পাতা দু’টি কুড়ি’র অপূর্ব সম্মিলন। দৃষ্টি সীমানা জুড়ে কেবলই প্রশান্তি।

সেইসঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি পথ বেয়ে নেমে এসেছে ক্ষীণ স্বচ্ছ জলের ছড়া। চার কিলোমিটার দূরত্বের এ ছড়া পাহাড়ের গা বেয়ে সাপের মত এঁকে বেঁকে নেমে গেছে নিজস্ব ভঙ্গিমায়। বুক জুড়ে তার কালো পাথরের মহিমা।

শীতের শুরুতেই শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে নেমেছে প্রকৃতি প্রেমীদের ঢল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পর পর্যটকদের কেনাকাটার জন্য রয়েছে বৈচিত্র্যপূর্ণ পাহাড়ি ত্রিপুরা-মনিপুরী সম্প্রদায়ের হাতের তৈরি কাপড়ের একাধিক স্টল।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানায় টুরিস্ট পুলিশ। মৌলভীবাজার শ্রীমঙ্গল সাব-জোন টুরিস্ট পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নোয়াব আলী বলেন, পর্যটকরা যাতে সুন্দর নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দেশি-বিদেশি ৬২টি চা-বাগান ও অর্ধশত পর্যটন স্পট রয়েছে।