• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অবক্ষয় থেকে বাঁচতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চা বাড়াতে হবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, যে এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক যত উন্নত সে এলাকায় সামাজিক অবস্থা তত উন্নত। সামাজিক অবক্ষয় থেকে দেশ জাতি ও সমাজকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চা  বাড়াতে হবে। তিনি ২০ মার্চ শনিবার বিকালে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের ছত্রমুড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু নিজে ও তার পরিবার ছিল ক্রীড়ানুরাগী পরিবার। ফুটবল, কাবাডি, ক্রীকেট ভলিবলসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নে এ পরিবারের অনন্য অবদান রয়েছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ক্রীড়ার উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী করছে। আমাদের শরীয়তপুর জেলা স্টেডিয়ামের উন্নয়নের পাশাপাশি প্রতি উপজেলায় একটি করে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ হবে।

প্রতিযোগিতার আয়োজক মোঃ মিলন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন মোল্যা, ফরিদ আহমেদ কুদ্দুস, জেলা কৃষকলীগ যুগ্ন আহবায়ক সোয়েব আকন্দ, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক শেখ মারুফ, জাহাঙ্গীর সরদার প্রমূখ।