• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অসহায়দের খাদ্য সহায়তা দিলো বাফুফে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রায় দুই মাসের ও বেশি দুস্থ মানুষদের ‘একবেলা খাবার’ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার আবারো সেই সহায়তা দিলো ফুটবলের অভিভাবক সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

ইয়ংম্যান্স ক্লাবের চেয়ারম্যান ও আর কিউ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিমের পৃষ্ঠপোষকতায় প্রায় ৩০০ মানুষের হাত এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। 

আগে বাফুফের খাদ্য উদ্যোগের প্রশংসা করে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের টুইটারে দুঃস্থদের মাঝে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে লেখে- ‘বাংলাদেশের অসহায় মানুষরা খাবারের জন্য সংগ্রাম করছে। প্রশংসনীয়ভাবে বাফুফে তাদের দুপুরের খাবার দিচ্ছে’।