• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অসহয়দের নগদ অর্থ ও ঈদ সামগ্রী দিলেন পারভীন হক শিকদার এমপি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক শিকদার ১১ হাজার দুস্থ, দরিদ্র ও অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় তিনি ৭ হাজার মানুষের মাঝে নগদ এক হাজার করে টাকা, দুই হাজার মানুষের মাঝে চাল, তেল, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী ও দুই হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করেন। উদ্বোধন শেষে তার কর্মীদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার ঘোষনা দেন তিনি।

সংসদ সদস্য পারভীন হক শিকদার বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার মহামারীর প্রাদুর্ভাবের শুরু থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রেসহ অসহায়দের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী বিতরণ করি। আজ আমি ১১ হাজার অসহায় মানুষের মাঝে নগদ, খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গী বিতরণ করেছি। এ বিতরণ সবসময় অব্যাহত থাকবে।

এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিপ্লব শিকদার ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিতরণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের আ¤্র কাননে গাছের চারা রোপন করেন সংসদ সদস্য পারভীন হক শিকদার ।