• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আইসিসির সবুজ সঙ্কেতের ওপর নির্ভর করছে জার্সি বদল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচনের একদিন আগেই তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। প্রকাশিত ছবি থেকে সবুজ রঙয়ের জার্সি নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর সেই সমালোচনা মাত্রা ছাড়িয়েছে আরও। শেষ পর্যন্ত মানুষের আবেগের সামনে নত হয়েছে বিসিবি। জার্সির নকশা বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। অবশ্য এখন সবকিছুই নির্ভর করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমতি ওপর।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন তেমনটা, ‘সবকিছুতো চাইলেই করা যায় না। আমরা আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করে ফেলেছি। আইসিসির কাছেও সেই ছবি চলে গেছে। আইসিসি যদি অনুমতি দেয়, তাহলে তাদের গাইডলাইন মেনে জার্সিতে কিছুটা পরিবর্তন আনবো। তবে কতটা পরিবর্তন এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়। কথা যেহেতু লাল রঙ নিয়ে উঠেছে, সেখানেই হয়তো কাজ হবে।’

ডিজাইন পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়েছে বিসিবিতেও। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘যদি হয় দুটি জার্সির মধ্যে কেবল সবুজ জার্সিটিতে পরিবর্তন আনা হবে। এই জার্সির নকশায় কিছুটা পরিবর্তন এনে লাল রঙ কোথাও দিয়ে দেওয়া যায় কিনা, সেটাই চিন্তা করছি। সম্ভব হলে বাজারে চলে যাওয়া সবুজ রঙের জার্সিগুলো আমরা উঠিয়ে নিবো।’

জানা গেছে, মোট ২০টি নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিলো। সেখান থেকেই দুই রঙের জার্সি চূড়ান্ত করে বিসিবি। প্রাথমিক নকশায় সবুজ জার্সিতে 'বাংলাদেশ' ও ক্রিকেটারদের জার্সি নম্বর লেখা ছিল লাল রঙে। কিন্তু আইসিসির নির্দেশনায় সেটি শেষ পর্যন্ত সাদা করতে বাধ্য হয় বিসিবি।

বিশ্বকাপে মাশরাফিদের জন্য দুটি জার্সি নির্বাচন করা হয়েছে। হোম জার্সির পুরোটাই সবুজ, তাতে লাল রঙয়ের ছিটেফোটাও নেই। অ্যাওয়ে জার্সি আবার পুরোটাই লাল রঙের। তবে দুই বাহুতে সবুজের ছোঁয়া রয়েছে তাতে। সামনে বাংলাদেশ লেখার ফন্টেও রয়েছে সবুজ রঙ। মঙ্গলবার সবুজ রঙয়ের জার্সি পরেই অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সূত্রপাত। ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, জার্সি দুটি আয়ারল্যান্ড-পাকিস্তান কিংবা জিম্বাবুয়ের জার্সির মতো লাগছে। এতে লাল-সবুজের মিশ্রণ নেই। যদিও জার্সি উন্মোচন শেষে সোমবার বোর্ড সভাপতি জার্সির ব্যাপারে ইতিবাচক মন্তব্যই করেছিলেন, ‘জার্সিটা ভালো লেগেছে। আজই প্রথম দেখলাম। জানা মতে, জার্সিটা খেলোয়াড়দের মতামত নিয়েই করা হয় প্রতিবার। ওরা যখন খুশি, আমিও খুশি।’