• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আগাম প্রস্তুতি থাকায় ঘুর্ণিঝড় ইয়াসে দেশে বড় ধরনের নদীভাঙন হয়নি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড আগাম প্রস্তুতি থাকায় ঘুর্ণিঝড় ইয়াসে শরীয়তপুরসহ সারা দেশে বড় ধরনের নদী ভাঙন হয়নি। ইয়াসের কারণে দেশের যে সব এলাকা ক্ষতিগ্রস্ত  হয়েছে, সেসব এলাকা পরিদর্শন করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ মে) সকালে শরীয়তপুরের  জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি এবং ইয়াসের প্রভাবে উত্তাল পদ্মার পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

এসময় পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চল ফরিদপুরের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম,  ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম,  শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির আওতায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার  ৯ দশমিক  ৩৫ কিলোমিটার এলাকা রক্ষা করা হচ্ছে।  এক হাজার ৪১৭ কোটি টাকা চলমান এই প্রকল্পটি ২ হাজার ২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।

ঘুর্ণিঝড় ইয়াসে শরীয়তপুরের পদ্মার ডানতীরের বাশতলা, শুভগ্রাম, ইশ্বরকাঠি এলাকার নির্মাণাধীন অংশে ভাঙন দেখা দিলে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।