• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আজ পাকিস্তান সফরে যাবে জাতীয় নারী দল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ জাতীয় নারী দল যাচ্ছে পাকিস্তান সফরে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে সালমা-জাহানারারা।

এই সফরে তিন টি-টুয়েন্টি ও দুই ওয়ানডের জন্য সোমবার (২১ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডেতে দলের দায়িত্ব পেয়েছেন রোমানা আহমেদ ও টি-টুয়েন্টিতে দলের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন।

আগামী ২৬ অক্টোবর প্রথম টি-টুয়েন্টি, ২৮ ও ৩০ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। এরপর ২ ও ৪ নভেম্বর দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ম্যাচই হবে লাহোরের মাঠে।

পাকিস্তান সফরে বাংলাদেশের নারী দল : 

সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান , নিগার সুলতানা, সানজিদা ইসলাম, লাতা মণ্ডল, পানা ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা , ফারজানা হোক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আখতার মেঘলা। 

স্টান্ডবাই : 
 
নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবানা মুস্তারি, লাবণি আখতার, জিন্নাত আইশা অর্থী, নাহার জেসমিন, হ্যাপি আখতার।