• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আবু ধাবিতে পাওয়া গেল বিশ্বের প্রাচীনতম মুক্তা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবু ধাবিতে খোঁজ মিলেছে ৮ হাজার বছরের পুরনো একটি মুক্তার। ধারণা করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তা। মুক্তাটির নাম দেওয়া হয়েছে 'আবু ধাবি পার্ল'।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ৮ হাজার বছরের পুরনো এই মুক্তাকে বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের মেসোপটেমিয়া সভ্যতা থেকে আবু ধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা।

আরব আমিরশাহীর মারাওয়া দ্বীপে প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় আবিষ্কার হওয়া একটি ঘরের মেঝে থেকে মুক্তাটি উদ্ধার হয়। এর গায়ে যে কার্বনের স্তর পড়েছিল তা ৫৮০০-৫৬০০ খ্রিষ্টপূর্বাব্দের। সেই নিওলিথিক যুগেও যে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, এই মুক্তাটিই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। মারাওয়া দ্বীপে খোঁজ মেলা স্থাপত্যটিতে সিরামিকস ও নানা পাথরের তৈরি জিনিসও পাওয়া গেছে।

জানা গেছে, ৩০ অক্টোবর থেকে আবু ধাবির মিউজিয়ামে প্রাচীনতম মুক্তাটি প্রদর্শিত হবে। আবু ধাবির মারাওয়া দ্বীপে ষোড়শ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির অন্যতম স্তম্ভ ছিল মুক্তা বাণিজ্য।